নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: এবার নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করে পোষ্টার বর্ধমানে পোষ্টার বর্ধমানের বিরহাটা ও কার্জন গেট চত্বরে।এই পোষ্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে বুধবার বর্ধমান শহরে।বাংলায় অপসংস্কৃতি চলছে বলে অভিযোগ বিজেপির । ২২ শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেওয়া হয়নি আর রাতারাতি এই পোস্টার ঘিরে চঞ্চল বর্ধমান শহরে।
আর এই কাজে প্রশাসন এর মধ্যে রয়েছে বলে দাবি তাদের। পোস্টারে শুভেন্দু অধিকারীর সম্পর্কে কু মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ বিজেপি এবং পোস্টারে উপরে লেখা নিরুদ্দেশ সংবাদ নিচে লেখা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল । ২৪ ঘণ্টার মধ্যে যদি পোস্টটা না সরানো হয় তাহলে আগামীকাল বিজেপির পক্ষ থেকে পোস্টার লাগানো হবে বর্ধমান শহরে অভিষেক কে নিয়ে বলে জানান বিজেপি