নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ বৃদ্ধা, SIR হিয়ারিং সেন্টারে পড়ে গিয়ে জখম! কাটলো হাত ও মুখের উপরের অংশ!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৩০,ডিসেম্বর :: নাম বাদ পড়ে যাওয়ার আতঙ্কে SIR (বিশেষ নিবিড় সংশোধন) সংক্রান্ত হিয়ারিংয়ে এসে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার, পূর্বস্থলী–১ নম্বর ব্লকের একটি হিয়ারিং সেন্টারে। অসুস্থ হয়ে পড়ে যাওয়ার ফলে তাঁর হাত ও মুখের উপরের অংশে কেটে যায় বলে জানা গেছে।

আহত বৃদ্ধার নাম শান্তি মণ্ডল। তিনি পূর্বস্থলী–১ নম্বর ব্লকের মধ্য শ্রীরামপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই।

পাশাপাশি জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের কারণে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা না পেয়ে একাই হিয়ারিং সেন্টারে আসতে বাধ্য হন তিনি। সেখানেই মানসিক চাপ ও আতঙ্কের জেরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান শান্তি মণ্ডল।

ঘটনাস্থলে উপস্থিত আশা কর্মীরা দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে পূর্বস্থলী–১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, “হিয়ারিংয়ের নামে যা চলছে, তা সম্পূর্ণ অমানবিক ও মানসিক নির্যাতনের শিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =