নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: কাশ্মীরে হিন্দুদের নারকীয় হত্যা লীলার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে নাগরিকদের মোমবাতি মিছিল হলো বুধবার রাতে । কাশ্মীরে যে সমস্ত হিন্দুরা শহীদ হয়েছেন তাদের প্রতি এই মিছিলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
জাতীয় পতাকা নিয়ে বুকে কালো ব্যাচ পরে বহু সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান। মিছিলে হাঁটেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী , প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। কাঁথির আউটডোর মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে অংশ নেওয়া প্রায় সকলেই কাশ্মীর কাণ্ডের পেছনে যুক্তদের কড়া শাস্তির দাবি তোলেন।