নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ১৩,ফেব্রুয়ারি :: নারদ মামলায় হাজিরা দিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। হাজিরা দিলেন সহ বান্ধবী বৈশাখী সঙ্গে শোভন চট্টোপাধ্যায় ও। তবে এদিন নগর দায়রা আদালতে একজন আইনজীবীর মৃত্যুর কারণে কোর্টে শুনানি হয়নি। আদালতের নির্দেশ মত এদিন সকাল ১০ টা নাগাদ সময়মত হাজির হন মেয়র ফিরহাদ হাকিম।

আদালতের নির্দেশ মত মঙ্গলবার সকালে হাজিরার দিন ছিল। সেই মতোই এদিন ব্যাংকশাল কোর্টে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আর একজন প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে অসুস্থ থাকার কারণে এদিন আদালতে হাজির হতে পারেননি কমরহাটির বিধায়ক মদন মিত্র। ।
উল্লেখ্য নারদ স্টিং অপারেশন মামলায় ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল তাদের। পরে তারা জামিনে ছাড়া পেলেও নির্দিষ্ট সময় অন্তর হাজিরা দিতে নির্দেশ দেয় নগর দায়রা আদালত।