নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ১৭,আগস্ট :: হুগলীর সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অবশেষে নার্সের মৃতদেহ ময়নাতদন্ত হল নদীয়ার কল্যাণী এইমসে। শুক্রবার নার্সের দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের অনুমতি ছাড়াই নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের ।
নার্স এর পরিবারের দাবি মেনে অবশেষে কল্যাণী এইমসে আনা হয় নার্সের মৃতদেহ । মৃতার পরিবার যে কোন কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্ত এর দাবি করে আসছিল। পরিবারের ডাকে সাড়া দিয়ে ই অবশেষে কল্যাণী এইমসে আনা হয় দেহ।
মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য পুলিশ এবং রাজ্যের কোন হাসপাতালের ওপর কোনও ভরসা নেই। কল্যাণী এইমসে ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে শুরু হয় ময়নাতদন্ত । সাথে ছিলেন ম্যাজিস্ট্রেট ও। একই সাথে মৃত নার্সের পরিবার চাইছে তাদের মেয়ের মৃত্যুর তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হোক।