নার্সিংহোমে মূল প্রবেশদ্বারের সামনেই জমা জল এবং সেই জলেই ভাসছে রোগীদের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৫,ডিসেম্বর :: বেসরকারি নার্সিংহোম চত্বর জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। নার্সিংহোমের আশপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রোগীদের ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ, সহ অন্যান্য ব্যবহৃত সামগ্রী। এমনকি নার্সিংহোমে মূল প্রবেশদ্বারের সামনেই জমা জল এবং সেই জলেই ভাসছে রোগীদের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী।

ভ্রুক্ষেপ নেই নার্সিংহোম কর্তৃপক্ষের। মালদা শহর লাগওয়া যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকায় এমনই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে নার্সিংহোম। যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে কোন কথাই বলতে চাননি তারা ক্যামেরার সামনে।

বেজায় ক্ষুব্ধ নার্সিংহোমের মালিক জিয়াউর রহমান। নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় দেন তিনি। যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আয়েশা ইয়াসমিন এর স্বামী নার্সিংহোমের মালিক যিনি ড্যানি নামে পরিচিত। তবে কি শাসকদলের নেতা বলেই ছাড় পেয়ে যাবেন নার্সিংহোম কর্তৃপক্ষ?

তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী । জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কিছু হবে না, উপযুক্ত ব্যবস্থা নিক জেলা স্বাস্থ্য দপ্তর মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দুলাল সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 10 =