না ফেরার দেশে জার্মানির বেকেনবাওয়ার, শোকোস্তব্ধ ফুটবল বিশ্ব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৯,জানুয়ারী :: ফুটবল বিশ্বে নক্ষত্র পতন । চলে গেলেন কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার। সাল ১৯৭৪ সেই বছর বিশ্বকাপ ফুটবল জিতেছিল পশ্চিম জার্মানি, তিনি বিশ্ব চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানির দলের সদস্য ছিলেন। দেশের জার্সিতে তিনি ১০৩ টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন মোট ১৪। তিনি ক্লাব ফুটবল অধিকাংশ খেলেছেন তাঁর দেশের ক্লাব বায়ার্ন মিউনিখে।

সংশ্লিষ্ট ক্লাবের হয়ে তিনি মোট ৪২৭ টি ম্যাচ খেলেছেন। এই ফুটবল মহাতাকার জন্ম হয়েছিল ১৯৪৫ সালে, ফুটবল জীবন তিনি শুরু করেছিলেন সেন্টার ফরওয়ার্ড হিসাবে। জার্মানির সময় কাল অনুযায়ী তিনি সোমবার বিকেল পাঁচটা বারো মিনিট নাগাদ খবর আসে বেকেনবাওয়ার আর নেই। তাঁর মৃত্যুর সংবাদ সামনে আসতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা ফুটবল বিশ্ব। তাঁর মত কিংবদন্তি ফুটবলারের চলে যাওয়া নিঃসন্দেহে ফুটবল বিশ্বের কাছে এক অপূরণীয় ক্ষতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =