নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: বুধবার ১৩,আগস্ট :: বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মধ্যে রাষ্ট্রপুঞ্জের (UNGA) মিটিংয়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে বেশ কিছু রিপোর্ট এসেছে ।
UNGA ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ৯–২৯ সেপ্টেম্বর, যেখানে হাই-লেভেল ডিবেটে অংশ নেবে মোদি (২৬ সেপ্টেম্বর সকালে) ও ট্রাম্প (২৩ সেপ্টেম্বর) ।
এই সফরের প্রধান উদ্দেশ্য হলো UNGA-তে অংশগ্রহণ করা। তবে ভারত–যুক্তরাষ্ট্র বর্তমান ট্যারিফ টানাপোড়েন (ট্রাম্পের পক্ষ থেকে ভারতের পণ্য ও রাশিয়ান তেলের উপর ৫০% করে শুল্ক) বিবেচনায়, বৈঠক হওয়া সম্ভব বলে মনে করছেন অনেক সংবাদমাধ্যম ।
মোদির রাষ্ট্রপুঞ্জের ওই অধিবেশনে যোগ দেওয়ার মাঝে বেশ কয়েকজন রাষ্ট্র নেতার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট থাকবেন কী না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর ফেব্রুয়ারিতে মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই সময় দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বার্তা দেওয়া হয়েছিল।
এমনকী সেই সময়ই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে কথা হয় মোদি ও ট্রাম্পের। কিন্তু তারপরই দুই দেশের বাণিজ্যচুক্তি ভেস্তে গিয়েছে। আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে।
পাশাপাশি ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করলে শুল্কের পরিমান আরও বাড়ানো হবে। তবে ভারতের তরফে আমেরিকাকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এতকিছুর পর যদি মোদি আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি শেষ পর্যন্ত বৈঠক হয়, তাহলে কী দুই দেশের মধ্যে বানিজ্য শুল্ক নিয়ে কোনও রফা সুত্র হবে?
ট্রাম্পের বসানো ২৫% + ২৫% = ৫০% শুল্ক ভারতের পক্ষে বড় ধাক্কা। বিষয়টি আলোচ্য ও উভয় পক্ষ দ্বিপাক্ষিক বৈঠকের প্রয়োজনীয়তা অনুভব করছে । রাখা গেছে শেষ মুহূর্তের সভার জায়গা—যদিও নিশ্চিত ঘোষণা হয়নি এখনও পর্যন্ত ।