নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে গ্রেফতার চন্দননগরের ভূয়ো কোস্টগার্ড এডিজি ! ধৃতের নাম সুপ্রিয় মুখোপাধ্যায়। বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। নীল বাতি গাড়িতে তিনটে স্টার।গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা। কোস্টগার্ড লোগো লাগানো ছিল গাড়িতে।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউনের ডিএ ব্লক অ্যাকসান এরিয়া ওয়ানের আবাসন থেকে গাড়িটিকেও আটক করে নিয়ে আসে পুলিশ। তার কাছে অফিসার হওয়ার সপক্ষে কোনো প্রমান পায়নি পুলিশ।
গত মাসে চন্দননগরের প্রতারিত এক ব্যাক্তি অভিযোগ দায়ের করেন চন্দননগর থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে।অভিযুক্ত নিজেকে কোস্ট গার্ডের এডিজি পদে আছেন এই পরিচয় দিতেন।চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিলেন।
ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন ওই গাড়িতে নিরাপত্তা রক্ষীদের নিয়ে।কেন্দ্র সরকারের নিরাপত্তা রক্ষী রয়েছে তার কাছে এমন বলতেন। তবে নিরাপত্তা রক্ষীরা কেউই সরকারি নয় তা জানতে পারে পুলিশ। তারা ছিল প্রাইভেট সংস্থার।
এলাকাতেও তাকে রক্ষী নিয়ে ওই গাড়ি করে ঘুরে বেড়াতে দেখা গেছে। কোস্টগার্ডের বড় অফিসার তাই প্রভাব ছিলো তাঁর এমনই ভাব ছিল। শুধু দেশেই নয় বিদেশেও তার যাতায়াত ছিল।