সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শনিবার ০৩,জানুয়ারি :: বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর সাফল্যের রেশ এখনও কাটেনি। হাজার কোটির ক্লাবে ঢুকে পড়া এই ছবি রণবীর সিংয়ের কেরিয়ারে নতুন মোড় এনে দিয়েছে।
সেই সাফল্যের মাঝেই বর্ষবরণের ছুটি কাটাতে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্কে পাড়ি দেন রণবীর। বড়দিন ও নতুন বছর সেখানেই উদযাপন করেছেন তারকা দম্পতি।
নতুন বছরের প্রথম দিনে নিউ ইয়র্কের রাস্তায় হঠাৎই রণবীর-দীপিকাকে দেখে ছেঁকে ধরেন অনুরাগীরা। বিশেষ করে মহিলা ভক্তদের ভিড়ে একফ্রেমে দেখা যায় রণবীর সিংকে।
ছবি ও সেলফির আবদার আসতেই স্টারসুলভ দূরত্ব না রেখে হাসিমুখে সকলের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তই ধরা পড়েছে ভাইরাল ছবিতে।
যদিও ওই একটি ফ্রেমে দীপিকাকে দেখা যায়নি, তবে অন্য ছবিতে ধরা পড়েছেন অভিনেত্রীও। ধৈর্য ধরে ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন তিনিও। নিজেরা কোনও ছবি পোস্ট না করলেও ভক্তদের ক্যামেরায় বন্দি সেই মুহূর্তই এখন নেটভুবনে ভাইরাল, আর ‘ধুরন্ধর’ সাফল্যের আবহে রণবীর-দীপিকার নিউ ইয়র্ক ভ্রমণ হয়ে উঠেছে চর্চার কেন্দ্রবিন্দু।

