কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: নিউ জলপাইগুড়ি শিয়ালদা স্পেশাল ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের ফলে মালদা টাউন স্টেশন এর প্রায় দেড় ঘণ্টা আটকে গেল। এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে ট্রেনটি আসার পর ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ দেখা যায়।
পাশাপাশি ট্রেনটিকে ৬ নম্বর প্লাটফর্মে থামাতেই সেখানে সেই প্লাটফর্মে কোন খাবার দোকান এমনকি জলের দোকান না থাকার ফলে যাত্রীদের চরম হয়রানির শিকার হতে। এই নিয়ে রেল কর্মীদের সাথে বচসা জড়িয়ে পড়ে যাত্রীরা । অবশেষে ইঞ্জিনের খুলে আরেকটি ইঞ্জিন লাগানোর পর তার পর ট্রেনটি এনজিপি উদ্দেশ্যে রওনা দেয়। রেলযাত্রি রবি কুমার শাহ জানান ট্রেনটির ইঞ্জিন প্রথমে নৈহাটিতে খারাপ হবার পর ২ ঘন্টা পড়ে সেটা ঠিক করা হয়।শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে আসার পরে আবার ট্রেনটির ইঞ্জিন খারাপ হয়ে যায় সেখানে প্রায় দেড় ঘণ্টা পর ইঞ্জিন লাগানো হয়। এই নিয়ে যাত্রীদের মধ্যে রেল পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।