নিউ টাউনে আমলকি বনে আগুন

নিজস্ব সংবাদদাতা :: নিউ টাউন :: সংবাদ প্রবাহ ::  কোভিড মহামারী কলে মানুষের মধ্যে সচেততা বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিউটাউন একশন আরিয়া ৩ তে তৈরি তৈরী হয়েছিল আমলকি বন। ২০০ টি আমলকি গাছ মাথাতুলে দাড়িয়ে ছিল ১ একর পতিত জমির উপর । নিউ টাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেছা সেবী সংস্থার উদ্যোগে ও নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি সহযোগিতায় এটি পরীক্ষামূলক ভাবে তৈরী করা হয়েছিল।
কিন্তু গতকাল রাতে এই বাগানে কেউ আগুন লাগিয়ে দেয়। তাতে  বেশ কিছু  আমলকি গাছকে জ্বালিয়ে দেওয়া হয়।ফাউন্ডেশানের এক সদস্য ও বিশিষ্ট চিকিতসক ডক্টর অচিন্ত মিত্র এই খবর জানিয়েছেন।তিনি বলেন, কে বা কারা এই কাজ করেছে তারা বুঝতে পারছেন না।এ ব্যাপারে তারা এন কে ডি এ ও নিউ টাউন থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন৷
তিনি বলেন এই মুল্যবান ঔষধি গাছ গুলি পুড়িয়ে দেওয়ার ফলে যেমন পরিবেশের ক্ষতি হল তেমনি বাধা পেল আয়ুর্বেদিক ঔষধ নিয়ে গবেষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =