নিউ দীঘায় একটি নৌকাতে হঠাৎ ভয়াবহ আগুন। পুড়ে ছাই গোটা নৌকাটি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: রবিবার ১৬,নভেম্বর :: ঘটনাটি ঘটেছে নিউ দীঘা হলিডে হোম ঘাটের সংলগ্ন ঢেউ সাগরের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎ একটি নৌকায় বিধ্বংসী আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়া ও পুলিশ কর্মীরা।তারা ঘটনাস্থলে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে। নৌকার মধ্যে থাকা মৎস্য জীবীদের অনেকগুলি জাল সম্পূর্ণ পুড়ে যায় । জানা গিয়েছে ওই নৌকাটি রতনপুর এলাকার এক মৎস্যজীবীর। নৌকায় আগুন লাগার ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারনে নৌকায় আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + five =