নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: মঙ্গলবার ২২,এপ্রিল :: নিউ দীঘার বায়োডাইভার্সিটি পার্কের গেটে তালা ঝুলছে। প্রায় ২০ দিন এমন পরিস্থিতি। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা পার্কের সামনে থেকে ফিরে যাচ্ছেন। ঢুকতে পারছেন না। কেন এই পরিস্থিতি ?
এপ্রিল মাসের শেষের দিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসছেন। সেই সময় প্রচুর জনসমাগম হবে। তার আগেই দীঘার অন্যতম এই পার্ক খুলে দেওয়ার দাবি জানালেন পর্যটকরা।
নিউ দীঘার বায়োডাইভার্সিটি পার্ক বা জীববৈচিত্র্য উদ্যান সৈকত শহরের অন্যতম আকর্ষণীয় জায়গা। এই পার্ক পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের কাছে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে। কারণ প্রায় কুড়ি দিন এই পার্কের তালা বন্ধ রয়েছে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা প্রায় তিন একর সরকারি জায়গার উপর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আর্থিক সহায়তায় এই পার্কটি গড়ে তুলেছে।
আইওসি এজন্য ২ কোটি টাকা খরচ করেছে। জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পরিবেশ-বান্ধব এই পার্ক দীঘায় প্রথম এবং একেবারে আলাদা। শহরের মধ্যে গ্রাম্য পরিবেশে, পুকুর-জলাভূমি বেষ্টিত এমন পার্ক দেখলে সত্যিই মন ভরে যায়। ২০২২ সালে নিউ দীঘার চাঁপাবনি মৌজায় সরকারি জায়গার উপর জীববৈচিত্র্য পার্ক গড়ে তোলে ডিএসডিএ।
পার্কের মধ্যে তাল, নারকেল, আম সহ বহু গাছ রয়েছে। রয়েছে কিছু ভেষজ গাছগাছালি। পাশাপাশি বিভিন্ন ফুল ও পাতাবাহার গাছ রয়েছে। পার্কে রয়েছে বেশ কয়েকটি সুদৃশ্য চেয়ার। পদ্মপুকুরে এবং পাশের জলাভূমিতে বিভিন্ন পাখির আনাগোনা সবসময় লেগেই থাকে।
কখনও ডুব দেয় পানকৌড়ি, কখনও বালিহাঁস, শামুকখোল। উড়ে বেড়ায় সাদা বক। বিভিন্ন স্কুল-কলেজের বোটানির বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রীরা মাঝেমধ্যে এই পার্কে আসেন। তাঁদের জ্ঞান আরও সমৃদ্ধ করে যান। তাই স্থানীয় বিদ্যালয়গুলোর ইচ্ছা এই পার্ক দ্রুত খুলুক।