কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: চাঁচল :: এলাকার দুস্থদের জন্য মহতি উদ্যোগ নিল যুবকেরা।এছাড়াও রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলেন তারা।প্রতিবছরের মতো এবারো নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ।পাশাপাশি এলাকার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত সঞ্চিত রাখার লক্ষ্যেে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন।
মালদহের মালতীপুর বিধানসভার হবিনগর নেতাজি স্মৃতি ক্লাব এবং লাইব্রেরীর উদ্যোগ দিনভর চলে এই কর্মসূচি।স্থানীয় প্রাইমারী স্কুলে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রর শিবির বসে।দুপুর পর্যন্ত প্রায় ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছে বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক মাসুদ আলম।
এদিন যুবকদের উদ্যোগে নিখরচায় পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ।লাইনে দাঁড়িয়ে একে একে সুষ্ঠুভাবে পরিষেবা নিয়েছেন।ক্লাব সূত্রে জানা গেছে,প্রতিবছরই তারা উদ্যোগী হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সামাজিক,মানবিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে।এবার ৩৯ তম বর্ষে তা পদার্পণ করল।