সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ৩,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা আদালতে আনুমানিক দীর্ঘ কুড়ি বছর ধরে আইনজীবীর কাজ করে আসছেন সব্যসাচী মাল ।
গত ২২/০২/২০২৫ (শনিবার) দুপুর দুটোর পর থেকে সব্যসাচী বাবু নিখোঁজ । এক সপ্তাহের বেশিদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত তাঁকে খুঁজে না পাওয়ার দুশ্চিন্তার ভুগছেন পরিবারসহ কাকদ্বীপ আদালতের বার এর সমস্ত সদস্যরা।
বিষয়টি নিয়ে সব্যসাচী মালের স্ত্রী দোলনচাঁপা মাল ইতিমধ্যেই কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরও করেছেন । তিনি জানান গত শনিবার দুপুর দুটোর আগে পর্যন্ত তার স্বামীর সাথে সঙ্গে ফোনে কথা হয় ।
মেয়ের স্কুলের নাম সংশোধনের জন্য গিয়েছিলেন । কাজ শেষে তিনি জানিয়েছিলেন যে কিছু সময় পর বাড়িতে ফিরবেন । কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি । এমনকি তার ফোনও বন্ধ হয়ে যায় । তারপর থেকে বহু খোঁজাখুঁজি করে না সন্ধান মেলায় কাকদ্বীপ থানার দ্বারস্থ হন ।
গোটা বিষয়টি পুলিশকে জানানোর পরেও এখনো পর্যন্ত সব্যসাচী বাবুর নিখোঁজের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পরিবারের লোকজনেরা নিজেরাই উদ্যোগ তিনি শেষ কোথায় অবস্থান করেছেন তা খুঁজে বের করার চেষ্টা করছেন।
অন্যদিকে কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশন সম্পাদক মনোজ পন্ডা জানান বিষয়টি জানার পর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিককে জানিয়েছেন এবং তারা নিজেরাও খোঁজ চালাচ্ছেন।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উদ্বিগ্ন তার পরিবার ঠিক তেমনি উদ্বিগ্ন কাকদ্বীপ বার এসোসিয়েশন।