নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ‘নিখোঁজ’ এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোড়া থানা এলাকার মারখা গ্রামে। মৃতের নাম সুমন দে (২৩)। শনিবার এই ঘটনার জেরে বাঁকুড়া-দুর্গাপুর ন’নম্বর রাজ্য সড়কের উপর মারখা মোড়ে ঐ গ্রামের মানুষ পথ অবরোধ করেন।
সূত্রের খবর, গত বুধবার রাতে মারখা গ্রামের সুমন দে বাড়ি থেকে নিজেদের পোলট্রি ফার্মে ঘুমোতে যান। পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ঐ দিনই পরিবারের তরফে বেলিয়াতোড় থানায় নিখোঁজ ডাইরী করা হয়। পরে এদিন গ্রামেরই এক পুকুর থেকে ঐ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে গ্রামে যায় বেলিয়াতোড় থানার পুলিশ।
এলাকার মানুষের দাবি, কেউ বা কারা সুমন দেকে ‘খুন করে’ ঐ জায়গায় ফেলে পালিয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের আসার দাবিতে বাঁকুড়া-দুর্গাপুর ন’নম্বর রাজ্য সড়কের উপর মারখা মোড়ে ঐ এলাকার মানুষ অবরোধ করেন। পরে পুলিশী হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।