নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপ নগর :: সোমবার ৫,মে :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা সরুপ নগরের বড় বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বাকড়ার ঘটনা বছর ১৬ র ইতিকা দাস এবারের মাধ্যমিক পরীক্ষার্থী জানা যায দীর্ঘদিন ধরে আটুরিয়ার যুবক সুমন দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
গতকাল বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুজনের বিয়ে করার কথা ছিল সেই মতো ইতিকা ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সুমন দাস কে ফোন করে তখনই সুমন দাস তাকে বিয়ে করতে অস্বীকার করে সেখান বাড়িতে গিয়ে কেউ না থাকার সুবাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইতিকা দাস।
প্রশ্ন হচ্ছে ওই যুবক তাহলে তাকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছে না এর পিছনে অন্য কোন কারণ আছে সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। যুবক সুমন দাস বাড়ি অটোরিয়া সুমনের বাবার নাম বিশ্বজিৎ দাস আঠুরিয়া দাসপাড়া হরি তলা ।
ইতিমধ্যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।