নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সরুপনগর :: রবিবার ৪,এপ্রিল :: অভাবের তাড়নায় আত্মঘাতী না এর পেছনে অন্য কোন কারণ আছে, তদন্ত শুরু করেছে পুলিশ? উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা সরূপনগর থানার চারঘাট এলাকার ঘটনা।
৩৫ বছরের শুভেন্দু মন্ডল বাড়ি সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম পোলতা গ্রামে। সে দীর্ঘদিন চারঘাট তদন্ত কেন্দ্রের অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে না ফেরায় বাড়ির লোকেরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।
পরে গতকাল গভীর রাত্রিবেলা চারঘাট বাজার এলাকায় একটি পাটের গোডাউনে তার ঝুলন্ত মৃতদেহের সন্ধান পাওয়া যায় | ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উদ্ধার করে মৃতদেহ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ,শোকের ছায়া পরিবারের | পুলিশ ঐ অচৈতন্যদেহ উদ্ধার করে নিয়ে যায় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে |
ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ | এই ঘটনায় মৃতের শ্বশুর গোপাল মন্ডল বলেন দীর্ঘদিন অভাব ছিল দেনা হয়ে গিয়েছিল অর্থ সংকটে ভুগছিল কাউকে টাকা পয়সা দিতে পারছিল না।
যার কারণে দীর্ঘ ৬ মাস অবসাদে ভুগছিল তার জন্যই আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। তার ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে । এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।