নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে শান্তির মিছিল অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল—যুদ্ধ নয়, শান্তি চাই। শনিবার কলকাতার মহিলা তৃণমূল কংগ্রেস মিছিলটি বের করে।
মিছিলটি দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শুরু হয়ে এক্সাউড মোড়ে গিয়ে শেষ হয়। অপরদিকে বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই শান্তির মিছিল বের করে উত্তর কলকাতার মৌলালীর মোড় থেকে চলে ধর্মতলা পর্যন্ত।
আরেকটি রাজনৈতিক দল সিপিডিআর শান্তির মিছিল বের করে কলকাতার পার্ক স্ট্রিটের মাদার তেরেসার মূর্তি থেকে। মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়। মিছিলে কলকাতার সাধারণ মানুষ অংশ নেয়। সবার কণ্ঠে ছিল যুদ্ধ বিরোধী, শান্তির পক্ষে স্লোগান। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা যুদ্ধের কারণে আটকে পড়া ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।