নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে রাজারহাট নিউটাউনের এক ব্যবসায়ীর কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিলেন প্রতারক বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজারহাট :: শনিবারে ২০,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনা জেলার বিধান নগর মহকুমার অন্তর্গত বিধান নগর পুর নিগমের পূর্ব বেড়াবেড়ি তথা রাজারহাট নিউটাউন এলাকার বাসিন্দা সদরুল আলম ওরফে মিঠু তিনি পেশায় ইমারতি দ্রব্য ব্যবসায়ী।

তার সঙ্গে পরিচয় হয় কলকাতার বাসিন্দা কৃষ্ণেন্দু দাস নামে এক ব্যক্তির সঙ্গে তারপর সে নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায় কখনো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এর বংশধর বলে পরিচয় দিয়ে দফায় দফায় ইমারতী দ্রব্য ব্যবসায়ী সদরুল আলম ওরফে মিঠু এর কাছ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ।এমনকি ওই প্রতারক নিজেকে কখনো নিজেকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হবেন বলেও জানিয়েছেন অর্থাৎ দফায় দফায় প্রভাবশালী পরিচয় দিয়ে ব্যবসায়ীকে সর্বস্বান্ত করে দিয়েছেন প্রতারক ওই বৃদ্ধ, শেষ সম্বল টুকু হারিয়ে রীতিমতো মাথায় হাত তার তারপর তৎক্ষণাৎ নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেনপরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে অভিযুক্ত কৃষ্ণেন্দু দাস গ্রেফতার হয়েও আদালত থেকে তিনি বেল পেয়ে   যান । যদিও ব্যবসায়ী সবকিছু খুইয়ে কি করবেন ভেবে না পেয়ে অবশেষে হাড়োয়ার মানবাধিকার অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে অন্যদিকে ইমারতি দ্রব্য ব্যবসায়ী সদরুল আলম ওরফে মিঠু বলেন অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে

আমার প্রাপ্ত পয়সা ফিরিয়ে দিতে হবে প্রশাসনের কাছে এমনই দাবী জানিয়েছেন সর্বশান্ত হয়ে যাওয়া ব্যবসায়ী সদরুল আলম ওরফে মিঠু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =