নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শেষমেষ নিজের এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ কাঁথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী গোবিন্দ খাটুয়ার সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
প্রচারের সময় শুভেন্দুকে দেখেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকে। সাথে সাথেই বিক্ষোভরত তৃণমূল কর্মী-সমর্থকদের দিকে এগিয়ে যান শুভেন্দু বাবু, এবং তাঁরা এই ধরণের আচরণ করছে কেন বলে জিজ্ঞাসাও করেন।পরে নিরাপত্তা রক্ষীদের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয় ।