নিজের তৈরি করা ফাঁদে খোয়ালেন নিজেরই সন্তানকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: সোমবার ২১,জুলাই :: নিজের তৈরি করা ফাঁদে খোয়ালেন নিজেরই সন্তানকে। বাড়ির সামনে বিচুলির গাদা রাখা ছিল, তাতে যাতে কেউ হাত না দেন, তার জন্য বিদ্যুতের তার ফেলা হয়েছিল সেখানে। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নিজের সন্তানের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুড়িয়া থানার সন্নিয়া সরদার পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ফেরদৌসি খাতুন (২০)। খালেক সরদার নামে ওই ব্যক্তি তার বাড়ির সামনে বিচুলির গাদা দেওয়া আছেকিন্তু সেই বিচুলি যাতে চুরি না হয় বা গরু ছাগলে খেতে না পারে সেই জন্য বিচুলি গাদার পাশ দিয়ে লোহার তার লাগিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে রাখে প্রতিদিন রাতে।

সকালে নিজের মেয়ে ফেরদৌসি খাতুন উঠোন ঝাড় দিতে গিয়ে সেই বিচুলি গাদায় হাত দেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় তার। এরপর তার বাবা-মা বিদ্যুতের লাইন বন্ধ করে ফেরদৌসি খাতুনকে উদ্ধার করলে তারা বুঝতে পারেন শরীরে আর প্রাণ নেই।

আর এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর। মেয়ের মৃত্যু হয়েছে, এটা দেখেই দেহ ফেলে পালান পরিবারের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের ওপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ। এলাকার মানুষের দাবি, এই অন্যায় কাজের বিচার হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =