নিজের পছন্দমতো বন্ধু খুঁজে তাঁর সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আশি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: নিজের পছন্দমতো বন্ধু খুঁজে তাঁর সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আশি। পছন্দের সাথী’র গলায় মালা পরিয়ে ডালা বদল করে লোকায়ত মন্ত্রের মাধ্যমে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন তাঁরা।

বন্ধুত্ব পাতানো এখন হাতের মুঠোয়। ডিজিটাল যুগে মাউসের একটা ক্লিক কিংবা স্মার্টফোনে একটি ‘টাচ’-এ দুই অচেনা মানুষ পরিচিত হন। কখনও একে অপরের সামনাসামনি হননি, অথচ হৃদ্যতা তৈরি হয়েছে, সমাজমাধ্যমের দৌলতে সেটাও সম্ভবপর হয়েছে। কিন্তু তার পরেও বন্ধুত্ব পাতানোর আস্ত উৎসবে ভাটা পড়েনি।

পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের সরঙ্গা গ্রামে স্থানীয়েরা একে বলেন ‘সয়লা উৎসব’। যে উৎসবে একে অপরের গলায় মালা পরিয়ে সই পাতিয়ে শপথ নেন দু’জন মানুষ। হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন সুখে-দুঃখে, আনন্দে-বিষাদে, সব সময়ে একে অপরের পাশে থাকার।

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত প্রত্যন্ত এবং বর্ধিঞ্চু গ্রাম সরঙ্গা । এখানে বারো বছর অন্তর সয়লা উৎসবের আয়োজন করা হয়। প্রস্তুতি শুরু হয় এক মাস আগে। এক মাস ধরে গ্রামের সমস্ত মন্দিরে গিয়ে পান-সুপুরি দিয়ে দেবদেবীকে আমন্ত্রণ জানান গ্রামবাসীরা। মনসা পুজো আচ্চার পর শুরু হয় বন্ধুত্ব পাতানোর উৎসব।

নিজের পছন্দমতো বন্ধু খুঁজে তাঁর সঙ্গে সই পাতান গ্রামের আট থেকে আশি। ‘পছন্দের সাথী’র গলায় মালা পরিয়ে ডালা বদল করে বিশেষ লোকায়ত মন্ত্রের সাহায্যে সারা জীবন একে অপরের পাশে থাকার শপথ নেন তাঁরা। মঙ্গলবার সরঙ্গা গ্রামে আড়ম্বরের সঙ্গে পালিত হল সেই উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =