নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোতুলপুর :: শুক্রবার ১৬,মে :: নিজের বাড়িতেই ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, এলাকায় শোকের ছায়া, এটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে কোতুলপুর থানার পুলিশ, আজ দেহ ময়না তদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।
বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বাগরোল গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল নলিন সাঁতরা নামের বছর ৫৭র এক ব্যক্তির। স্থানীয় ও পরিবার সূত্রে জানতে পারা যায় গতকাল বিকেলে বাড়িতে একাই ছিল নলিন বাবু।
কিছুদিন ধরে তার বাড়ির ইলেকট্রিক বাল্ব জ্বলছিল না। তাই এদিন সন্ধ্যের আগে নিজের বাড়িতে বাল্ব সারাইয়ের কাজ করছিল। হঠাৎ করেই অসতর্কবশত বিদ্যুৎপৃষ্ট হয় নলিন সাঁতরা। ঘটনায় মাটিতে ছিটকে পড়ে সে।
পাশের বাড়ির এক কিশোর ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। এরপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নলেন বাবুর অস্বাভাবিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে।
ইতিমধ্যেই অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা রুজু করে ওই মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে কোতুলপুর থানার পুলিশ। আজ ঐ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।