কুমার মাধব :; সংবাদ প্রবাহ :: মালদা :: দু’দিন আগে সন্ধ্যায় নিজের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুনের ফুলকিতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় এবং তিন দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ওই মহিলা পুলিশ কর্মীর মৃত্যু হয়।জানা গেছে মৃত মহিলা পুলিশকর্মীর নাম সালমা মুর্মু (৫০) ,বাড়ি পুরাতন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। মৃত ঐ মহিলা পুলিশ কর্মী মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন,বুধবার মৃত পুলিশকর্মীর মৃতদেহ তার নিজস্ব বাড়িতে নিয়ে আসা হয়। জেলা এবং মালদা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মৃত পুলিশকর্মীকে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
মালদা থানার সহকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় ওই মহিলার এলাকায় বেশ সুনাম ছিল তিনি খুব মিশুকে ছিলেন এবং মানুষের বিপদে এগিয়ে আসতেন, তাই এলাকাবাসীরা এই পুলিশ কর্মী মৃত্যু মেনে নিতে পারছেন না ,পুলিশ মহল থেকে শুরু করে সরদা কলোনি এলাকায় শোকের ছায়া নেমে আসে।