নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার,০৭ জানুয়ারি :: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা পরিদর্শন করেছেন ।
গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হবে। এই আবহাওয়ার মধ্যে নিজের বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা।
সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নামখানার রাজনগরে দল বদলু বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যান সাগর বিধানসভার বিধায়ক। বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তৃণমূলের কর্মীদের এক অংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
পরিস্থিতি সামাল দিতে শেষমেষ নিজের গাড়ি ছেড়ে বাইকে চেপে এলাকা ছাড়েন মন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নামখানা ব্লকের রাজনগর এলাকার বীরেন গিরি নামে তৃণমূলের এক নেতা কয়েক বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ।
বঙ্কিম হাজরা নিজে সেই বিজেপির নেতার সাথে বৈঠক করার জন্য তার বাড়িতে যান । সেই খবর চাউর হতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে।
তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ওই নেতা।
এই ঘটনার পর বীরেন গিরি নামে ওই নেতা তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলাও করেন আদালতে। তা সত্বেও কেন মন্ত্রী ওই নেতার সঙ্গে দেখা করতে গেলেন সেই বিষয় নিয়েই এই বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের ।

