নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ২৩,জুলাই :: মাছ ধরতে গিয়ে শিকারিরই শরীরে ঢুকে গেল নিজের ব্যবহৃত ধারালো মাছ ধরার বর্ষা! মুহূর্তের ভুলে ছিটকে আসা সেই বর্ষার ফলায় বিদ্ধ হয়ে পড়লেন এক ব্যক্তি। গ্রামজুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ।আহত ব্যক্তির নাম আয়ুষ শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের পাশে খালে মাছ ধরছিলেন আয়ুষ। বর্ষা ব্যবহার করছিলেন শিকার ধরার জন্য। আচমকাই এক মুহূর্তে হাল ছেড়ে বেরিয়ে আসে সেই বর্ষা এবং গিয়ে সজোরে বিঁধে যায় তাঁর বুকের মাঝখানে!ঘটনার পরেই হতবিহ্বল হয়ে পড়েন পাশে থাকা স্থানীয়রা। তাঁরা কোনো কিছু না ভেবে আহত যুবককে বর্ষাসহ অবস্থাতেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তখনো তাঁর শরীরে গাঁথা ছিল ওই ধারালো লোহার বর্ষা। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে।
চিকিৎসকদের দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় অপারেশন করে বের করা সম্ভব হয় সেই মৃত্যুফাঁদ বর্ষাকে। আপাতত স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আয়ুষ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্ষাটি হৃদযন্ত্রের খুব কাছাকাছি চলে গিয়েছিল।
একটু এদিক-ওদিক হলে ঘটতে পারত বড় দুর্ঘটনা—প্রাণহানি পর্যন্ত। চিকিৎসকদের সঠিক সময়ে উদ্যোগ এবং দক্ষ অস্ত্রোপচারই প্রাণ বাঁচিয়েছে এই যুবকের।