সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: রবিবার ২০,এপ্রিল :: সাংসারিক অশান্তির কারণে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত উড়েল চাঁদপুর এলাকায়। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।
অভিযুক্তের খোঁজে মগরাহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে সাংসারিক অশান্তির কারণে গোপী মন্ডল তার নিজের স্ত্রী শর্মিলা মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।
স্থানীয়রা গোপী মন্ডলের বাড়িতে গিয়ে দেখে রক্তের ভেসে যাচ্ছে বাড়ির মেজে, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শর্মিলা মন্ডল। এরপর স্থানীয়রা খবর দেয় মগরাহাট থানাতে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। শর্মিলা মণ্ডল কে উদ্ধার করে মগরাহাট থানার পুলিশ মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
শর্মিলা ও গোপী মন্ডলের ছোট্ট দুই সন্তান । তারা বলে আজ সকাল বেলা বাবা মাকে মারধর করছিল। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মগরাহাট থানার পুলিশ মৃতদেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।