নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: নিজের স্ত্রীর মর্যাদা ফিরে পেতে এবার নওশাদের ডেরায় হাজির মৃন্ময়ী বিলকিস। নওশাদ সিদ্দিকীর বিধানসভা ভাঙরের উত্তর কাশিপুর থানার চীনে পুকুরের একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন।
মৃন্ময়ী বিলকিসের এই দাবির পাশে দাঁড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙরের অবজারভার শওকত মোল্লা। একটি অরাজনৈতিক প্রোগ্রামে হাজির ছিলেন বিলকিস। মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাকে প্রতারণা করা হচ্ছে বলে দাবি করেন।