নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শুক্রবার ২২,আগস্ট :: নিজের স্ত্রী কে ধারালো অস্ত্র দিয়ে কেটে স্ত্রীর দেহ থেকে হৃদপিন্ড বের করে হাতে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম দীপালি রায়।
জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকার বাসিন্দা রমেশ রায় ও দীপালি রায়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রমেশ রায়কে তার স্ত্রীর কাটা রক্তাক্ত অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ঘুরে বেড়াতে দেখেন। পাশাপাশি বাড়ির আশেপাশে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অনেকেই ভয়ে রমেশের সামনে পড়তে চাননি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। এদিকে পুলিশ পৌঁছানোর আগেই বেপাত্তা রমেশ রায়।
পরবর্তীতে রমেশ রায়কে গ্ৰেপ্তার করে পুলিশ।তাকে শিঙিমারী এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে সেই হৃদপিন্ড এবং অস্ত্র উদ্ধার হয়। ময়নাগুড়ি থানার আই সি সুবল ঘোষ জানিয়েছেন,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।