নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,জুলাই :: নিট দুর্নীতি প্রসঙ্গ তুলে জয়েন্ট পরীক্ষা রাজ্যে ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেন শাসক দলের বিধায়ক মন্ত্রীরা। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় বলেন, নিট দূর্নীতির কারণে ২৪ লক্ষ ছাত্র সরাসরি ক্ষতি গ্রস্থ হয়েছে। এন টি এর পরীক্ষা নেওয়ার পদ্ধতি গত ত্রুটি ছিলো বলে সরব হন শিক্ষামন্ত্রী।
ফলে রাজ্য সরকারকে রাজ্য স্তরে আগের পদ্ধতিতে স্বচ্ছতার সাথে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিতে দেওয়া হোক বলে দাবি তোলেন। যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোয় সাংবিধানিক অধিকার এর ভিত্তিতে রাজ্য সরকারকে পরীক্ষা নেওয়ার সুযোগ দিক কেন্দ্র , দাবি পশ্চবঙ্গের শিক্ষামন্ত্রীর।
যদিও এই দাবির তীব্র বিরোধিতা করেছেন হাউসে উপস্থিত বিজেপি বিধায়করা। শংকর ঘোষের বক্তব্য, শিক্ষা ক্ষেত্রে দূর্নীতির কারণে যে রাজ্যের মন্ত্রী , বিধায়করা জেলে আছেন তাদের এই দাবি অন্যায়।