নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: নিত্যদিন রাস্তার উপরে রাতের অন্ধকারে জমানো হোচ্ছে বেআইনি বালি। বালির মালিক কে তা কেউ জানেন না। অগত্যা বালির মালিককে ধরার জন্য ওত পেতে থাকেন কাঁকসার পানাগড় গ্রামের বাসিন্দারা।
শনিবার দুপুরে কাঁকসার পানাগড় গ্রাম সংলগ্ন শ্মশান কালি মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি ডাম্পার কে অবৈধ ভাবে জমানো বালি তুলতে দেখে ডাম্পারের চালককে ঘিরে ধরে বালির মালিক কে, তা জানতে চাইলে ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।স্থানীয়দের দাবি ওই স্থানে জমানো বালি কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না পালের স্বামী মোহন পালের।
তিনি ওই বালি বেআইনি ভাবে জমিয়ে রেখে অবৈধ বালির কারবার চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার টিকে আটক করে। বালির মালিক কে। কোথায় ওই বালি পাচার হতো তার তদন্ত শুরু হয়েছে।
ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন এই অভিযোগ তারা দীর্ঘদিন ধরে করে আসছে। তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত গোটা দলটাই দুর্নীতিতে জড়িয়ে। আজ সাধারণ মানুষেরা নিজেরাই দুর্নীতি ধরছে। আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বেআইনিভাবে বালি পাচার করে দল চালাচ্ছে। বাকি টাকার ভাগ যায় উপরে।