সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: রায়দীঘি :: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হাওয়ার দাপট।
নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টির তাণ্ডবে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম শাহানা পুরকাইত(৩২) । স্থানীয় সূত্রের খবর রায়দিঘি থানা অন্তর্গত পাখিওয়ালা গ্রামের বাসিন্দা জাকির পুরকাইত ও তার স্ত্রী শাহানা পুরকাইত ও এক পুত্রকে নিয়ে বৃহস্পতিবার বিকালে খাওয়া-দাওয়া সেরে ভ্যান সারতে বের হন মথুরাপুর থানা অধীনে খটিরবাজার এলাকায়।
ভ্যান সারাতে দেরি হাওয়ায় অন্য এক ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই পরিবারের তিনজন। সন্ধ্যার দিকে শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । ঝড়ের দাপটে একটি গাছের ডাল ভেঙে ভ্যানের উপর পড়ায় গুরুতর আহত হয় সাহানা পুরকাইত ।তড়িঘড়ি স্থানীয় যুবকরা তাকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের।