সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ১০,জুলাই :: আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে বন্দরের দিকে একে একে ফিরে আসছে মৎস্যজীবীরা।কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে জলোচ্ছ্বাস হলে নদী বাঁধ ভাঙা এবং বাঁধ উপচে জল ঢুকতে পারে এলাকায় প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধ গুলির ওপর।
গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম এর সামনে সমুদ্র সৈকতে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হচ্ছে এবং পুণ্যার্থীদের সমুদ্রের নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।