নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: সোমবার ১৭,সেপ্টেম্বর :: মহকুমার শিলাবতী, কংসাবতী, ঝুমি সহ সব নদীর জল স্তর বাড়ছে। ইতিমধ্যে ঘাটাল পঞ্চায়েত সমিতির ১২ টি অঞ্চলের মধ্যে ১০ টি অঞ্চল প্লাবিত। ঘাটাল ব্লকের মনসুকা, দেওয়ানচক ১ এবং ২, সুলতানপুর,ইড়পালা, অজবনগর ১ এবং ২ গ্রাম পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এছাড়া চন্দ্রকোনা দুই ব্লকের পিংলা সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত।
ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ড প্লাবিত। রাস্তাঘাটে জল উঠে যাওয়ায় মানুষজন জল পেরিয়ে চলাচল করছে। কোথাও নৌকো বা ডিঙ্গি তে মানুষজন যাতায়াত করছে। চন্দ্রকোনা ব্লকের বান্দিপুর এবং ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। চন্দ্রকোনা ব্লকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা জল প্লবিত। ঝাঁকড়া কালিকাপুর বাস সড়কে জল উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ। প্লাবিত এলাকাতে বিঘার পর বিঘা ধান জমিজলের তলায়।