সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টির ঝড়ো ইনিংস। টানা বৃষ্টির জেরে বিপাকে পড়েছে মৃৎশিল্পীরা। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন পরই বিশ্বকর্মা পুজো আর এই বৃষ্টির জেরে অসমাপ্ত থেকে যাচ্ছে প্রতিমা গুলি। প্রতিমা সম্পন্ন করতে চিন্তার ভাঁজ পোটো পাড়ার শিল্পীদের।
নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকাতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বৃষ্টির ফলে প্রতিমা শুকনো করতে বিপাকে পড়েছে মৃৎশিল্পীরা। দক্ষিণ ২৪ পরগনার এক মৃৎশিল্পী জানিয়েছে, গত দু’বছর করোনার জন্য তেমন একটা লাভের মুখ দেখতে পাইনি আমরা। এবছর ভেবেছিলাম গত দুবছরের ক্ষতি কিছুটা কাটিয়ে লাভের মুখ দেখবো।
কিন্তু দোসোর বৃষ্টি। প্রবল বৃষ্টিপাতের জেরে প্রতিমা অসমাপ্ত থেকে যাচ্ছে। কিছু কিছু প্রতিমা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে। আবার নতুন করে সেই সকল প্রতিমা ঘটতে হবে কিন্তু হাতে আর সময় নেই।
এবছরও লাভের মুখ দেখতে পাবো না। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও আবার উন্নতি ঘটবে। তবে দেখার বিষয় যে শেষ মুহূর্তে কতটা লাভের মুখ দেখতে পায় দক্ষিণ ২৪ পরগনার মৃৎ শিল্পীরা।