নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঢালাই রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। মালদহের রতুয়া-১ ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের আজিজ-টোলা চাঁদপুর গ্রামের ঘটনা। প্রায় ৬৫ মিটার ঢালাই রাস্তা কাজের জন্য রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা কাজের বরাত পায় এক ঠিকাদার সংস্থা।
এদিন নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। পাশাপাশি কাজও বন্ধ করে দেন তারা। গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থা শিডিউল না মেনে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন। কাজে বাধা দিলে হুমকির মুখে পড়তে হয় গ্রামবাসীদের। কাজ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বেগম।