নিম্নমানের খাবার, মাঝে মাঝে খাবার না দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে আটকে রেখে বিক্ষোভ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বুধবার ৬,নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের ২৭৫ নম্বর আইসিডিএস সেন্টারের কর্মী দুর্গারানী সামন্তকে আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন এলাকার মানুষজন । দিদিমণের বিরুদ্ধে অভিযোগ প্রতিদিন নিম্নমানের খাবার দেওয়া এবং মাঝে মাঝে খাবার বন্ধ করে দেওয়ার।

গত কয়েকদিন আগে চারদিন খাবার বন্ধ করে দেয় । খাবারগুলি পরে দেবার কথা বললেও এখনো পর্যন্ত সে খাবার দেয়নি। অন্যদিকে সব সময় শিশু ও মায়েদের প্রতি খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে।

তবে দিদিমনির সঙ্গে কথা বলে জানা যায় নিম্নমানের খাবার দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা, যে বাড়িতে রান্না হয় সেই বাড়িতে আশৌচ থাকার কারণে কদিন রান্না করা হয়নি । একদিন তিনি দিয়েছেন আরো তিন দিন বাকি আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =