নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৮,আগস্ট :: প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার জন্য নির্মাণাধীন ডাইনিং শেড ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সাহাপুর অঞ্চলের মোরগ্রাম এলাকায়।
বৃহস্পতিবার দিন মোরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন শেড হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গুঁড়িয়ে যাওয়া ওই কাঠামো দেখে ছুটে আসেন এলাকার বহু মানুষ। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিম্নমানের সরঞ্জাম ও খারাপ কাজের মানের কারণেই এই বিপত্তি। এলাকার বাসিন্দারা জানান, বহুবার সংশ্লিষ্ট ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিল নির্মাণ কাজ সঠিকভাবে করানোর জন্য।
স্কুলের প্রধান শিক্ষককেও বিষয়টি জানানো হলেও, তাতে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। গ্রামবাসীদের প্রশ্ন, “স্কুল চলাকালীন যদি এই দুর্ঘটনা ঘটত, তাহলে পড়ুয়াদের নিরাপত্তার দায় কে নিত?”
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ও মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ। তিনি জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্কুলের প্রধান শিক্ষক জানান, “আমি বহুবার ঠিকাদারকে সাবধান করেছিলাম, কাজের গুণমান নিয়ে প্রশ্ন তোলাও হয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি। আমি উপরমহলে লিখিতভাবে অভিযোগ জানাব।”
ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে চর্চা।