নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৪,অক্টোবর :: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগে, কন্টাক্টারকে ঘিরে বিক্ষোভ শনিবার গ্রামবাসীদের। তিন মাস হয়নি রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে তার মধ্যেই এখন দেখা যাচ্ছে উঠে যাচ্ছে পিচ।,রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত।
তাই এদিন কন্টাকটারকে কাছে পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমো ২নম্বর গ্রাম পঞ্চায়েতের, সলদা এলাকায়। গ্রামবাসীদের দাবি সম্পূর্ণ রাস্তাটি সুন্দর ভাবে আবার করে দিতে হবে।
এ বিষয়ে কন্টাক্টরের সঙ্গে কথা বলতে গেলে তিনি কিছু না বলে এড়িয়ে যান।তবে তিন মাসের মধ্যে রাস্তার এই হাল হওয়ার কারণে উঠছে প্রশ্ন।