সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর রামতনু নগরে। এই অভিযোগের ভিত্তিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখা এলাকাবাসী ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারউড পয়েন্ট উপকূল থানার পুলিস। জানা গিয়েছে , প্রায় ১৫ দিন আগে ওই এলাকায় একটি ঢালাই রাস্তার কাজ শুরু করা হয় পথশ্রী প্রকল্পের মাধ্যমে ।
দীর্ঘ প্রায় দু কিলোমিটার ঢালাই রাস্তার জন্য প্রায় সাড়ে ৬৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। রাস্তার নিচে নতুন ইঁটের সোলিং করে ঢালাই দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, সোলিংয়ের ইঁট সহ রাস্তা তৈরির প্রতিটি সামগ্রী খুব নিম্নমানের।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তা তৈরির জন্য খুব নিম্নমানের ইঁট সহ স্টোনচিপ ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এমনকি কোথাও দুই, আবার কোথাও আড়াই ইঞ্চি ঢালাই ফেলা হচ্ছে। সব জায়গায় একই পরিমাপের ঢালাই ফেলা হচ্ছে না। তাই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। সবাই কাজের বিবরণের সরকারি নির্দেশ (ওয়ার্ক অর্ডার) দেখতে চাইছেন।