নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ৪,জানুয়ারি :: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটকদের বাস। ঘটনাটি ঘটেছে খাতড়া-বাঁকুড়া রাজ্য সড়কের ইন্দপুরের বাগডিহায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতার কসবা থেকে মুকুটমণিপুরে পিকনিক করতে যাচ্ছিলেন ।
বাসের মধ্যে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন। কম বেশী অনেকেই আহত হয়েছেন তার মধ্যে গুরুতর ১৫ জনকে ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয় পরে তিনজনকে বাঁকুড়া সম্মেলনের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দপুর থানার পুলিশ প্রশাসন ও স্থানীয় গ্রামবাসী দের তৎপরতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।