নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১০,জুলাই :: নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কার পর পাশে থাকা দেওয়ালে ধাক্কা ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। একটি বাইকে করে পাটুলি বাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে যাবার পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়েবাইক রাস্তার ধারে থাকা পোলে ধাক্কা মেরে দিলে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়ে, গুরুতর জখম অবস্থায় সুজয় কেদার বংশী, দিবাকর মজুমদার এবং মুকেশ কেদার বংশী কে উদ্ধার করে । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে পাটুলির শিবতলার কাছে । জানা গিয়েছে পাটুলি বাজার এলাকায় কাজে গিয়েছিলেন দুজন রাস্তায় আরেকজনের সাথে এলাকারই দেখা হয়ে যাওয়ায় তিনজনেই একসাথে একটি গাড়িতে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনা এলাকায় নেমে আসে শোকের ছায়া।