নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১,মে :: নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ট্রেলারের ধাক্কা। দুর্ঘটনায় গুরুতর আহত হলো তিনজন।ঘটনাটি ঘটেছে আজ সকাল ৭টা নাগাদ কাঁকসার ধোবারুর কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর। দুর্ঘটনার জেরে মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহত দের উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ সূত্রে জানা গেছে একটি ভুট্টা বোঝাই লরি বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রেলার লরির পিছনে ধাক্কা মারলে ট্রেলারের ইঞ্জিনের ভিতরে আটকে পড়ে চালক ও খালাসি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।অন্যদিকে ভুট্টা বোঝাই লরির একজন আহত হয়।তাকেও হাসপাতালে পাঠানো হয়।দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।