নিয়ন্ত্রণ হারিয়ে লরি ইলেকট্রিক পোলে ধাক্কা : ছিন্নভিন্ন ইলেকট্রিক তার,বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন দোকানে

নিজস্ব  সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি ::  সোমবার ৮,  ডিসেম্বর ::  পূর্ব বর্ধমান জেলার মেমারি তারকেশ্বর রোডে আবারো দুর্ঘটনা। রবিবার মধ্যরাতে পারিজাত নগর বাজার সংলগ্ন এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে।
ঘটনার জেরে ইলেকট্রিক পোল ভেঙে চুরমার হয়ে যায় এবং আশেপাশের দোকানগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়।  রাস্তায় ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক তার।
বাজারে তখন চলছিল রাত্রি পাহারা। পাহারায় থাকা বাজার কমিটির সদস্যরা দেখতে পায় ওরকম দৃশ্য এরপর গাড়িটাকে আটক করতে গেলে গাড়িটা না দাঁড়িয়ে সোজা চলে    যায় ।
রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে যেকোনো সময় ঘটতে পারতো দুর্ঘটনা এই কথা ভেবে বাজার কমিটির সদস্যরা গাড়ি আটকে সচেতন করে এবং খবর দেয় মেমারি থানায়।
মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় ইলেকট্রিক অফিসে এরপর ঘটনাস্থলে ইলেকট্রিক অফিসের কর্মীরা এসে সমস্ত তার কেটে রাস্তার এক পাশে রেখে দেয়।
এরপর পুলিশ ও বাজার কমিটির সদস্যদের সহযোগিতায় যান চলাচল নিয়ন্ত্রনে আসে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় ।
গাড়িটি মেমারির দিক দিয়ে মশাগ্রামের দিকে খুব দ্রুত গতিতে যাচ্ছিল , অপর দিক থেকে একটি লরি চলে আসে এবং মুখোমুখি যাতে সংঘর্ষ না হয় সেই কারণে একটু পাস দিতে গিয়ে সোজা ইলেকট্রিক পোলে ধাক্কা মারে।
ধাক্কার জেরে এখানের সাত-আটটা দোকানের  বৈদ্যুতিক তার ছিড়ে যায় ,ভেঙে যায় মিটার বক্স এবং লোহার অ্যাঙ্গেল। ব্যবসায়ীদের দাবি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা চালু করে দিলে এবং যে ক্ষতি হয়েছে তার একটা সুব্যবস্থা করলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =