নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবারে ২০,ডিসেম্বর :: গত কয়েকদিন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা জুড়ে ট্রাফিক পুলিশ এবং MVI এর যৌথ নেতৃত্বে চলে টোটোর ধরপকড় যেখানে বেশ সংখ্যায় টোটোদের আটক করা হয় এবং টোটো চালকদের বলা হয় যেন তাড়াতাড়ি টোটোর রেজিস্ট্রেশন করে নেওয়া হয়।
কিন্তু এইবার দেখা গেল ট্রাফিক পুলিশের উদ্যোগে শিবির করা হলো টোটোর রেজিস্ট্রেশন করতে। সে দৃশ্য দেখা মিললো আসানসোলের কুলটির নিয়ামতপুর নিউ রোডে। নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে এক শিবির করা হয়েছে যেখানে টোটো চালকেরা নিজের ইচ্ছায় শিবিরে এসে তারা টোটোর রেজিস্ট্রেশন করছে
টোটো চালকেরা এই ভাবে শিবিরে এসে রেজিস্ট্রেশন সহজে করিয়ে নিচ্ছে তার জন্য নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড ইন্সপেক্টর শিব নন্দন দুবে কে সাধুবাদ জানান টোটো চালকেরা ।

