নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৮,সেপ্টেম্বর :: ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গত ২৯তারিখ রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারিকে মাথায় গুলি করে মারে বাইকে এসে দুই দুষ্কৃতী।
পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় সিসিটিভি ফুটেজে। সে ফুটেজ এবং মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে গত ৩০শে আগস্ট জাভেদ বারিকের খুড়তুতো ভাই ইন্টিকাফ আলমকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।এরপর ঘটনার তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হাতে আসে বড় সাফল্য। এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টার মাইন্ড ফারাহ নাজ এবং তার ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ @ ফাইজলকে গত ২ সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।
ফারাহ নাজ মৃত জাভেদ বারিকের খুড়তুতো বোন বলে জানা যায়। গ্রেপ্তার ফারাহ নাজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনায় এক সুপারি কিলার অর্থাৎ এক শুটার গ্যাঙ্গকে ৫লক্ষ টাকায় জাভেদ বারিকে গুলি করে মারার ছক করে।
এরপর ঘটনার তদন্তে আজ সোমবার ভোর রাত্রে ৮ই সেপ্টেম্বর আসানসোল উত্তর থানা এলাকা থেকে এই ঘটনায় সুপারি কিলার গ্যাং এর ৪ সদস্যকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।
এরমধ্যে জাভেদ বারিক হত্যা কাণ্ডের মেন শুটার মঃ আদিল আলমকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১১টায় গ্রেপ্তার শুটার গ্যাং ৪ জনকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ তদন্তে ১০ দিনের হেপাজত নেওয়া হবে জানিয়েছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ