নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ৪,এপ্রিল :: ২০১৬ সালের এসএসসি তে নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট । আর তারপর থেকেই পূর্ব বর্ধমান জেলার কালনার একাধিক স্কুলগুলি পড়েছে সমস্যায়,
ইতিমধ্যেই ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা কম স্কুলগুলিতে। আর যার পর এই শিক্ষক বাতিলে স্কুলগুলিতে পড়ানোর ক্ষেত্রে আরো আগামীদিনে সমস্যায় পড়তে হবে।
এদিন কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় পৌঁছে দেখা গেল তাদের স্কুলের ছজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই প্যানেলে, ফলে প্রায় ১৮০০ এর ওপর স্টুডেন্ট নিয়ে আগামী দিনে তারা কিভাবে ক্লাস করাবেন তাদের, যা নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
তিনি এদিন বলেন এতগুলো স্টুডেন্টদের কিভাবে সমস্ত পিরিয়ড করাবো সেই নিয়ে সমস্যায় পড়তে হবে। এদিন যদিও ছজন শিক্ষকের মধ্যে চারজন শিক্ষক স্কুলে উপস্থিত থাকলেও তারা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চায়নি।
অন্যদিকে কালনার শশীবালা সাহা গার্লস হাই স্কুলে দুজন শিক্ষিকা এবং একজন গ্রুপ ডির স্টাফের এই প্যানেল বাতিলের ফলে তাদেরও চাকরি গেছে।
ওই স্কুলের ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, আমারও স্কুল চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে, একমাত্র গ্রুপ ডি ছিলেন একজন তিনিও যাওয়ায় গ্রুপ ডি পদ ও পুরোপুরি শূন্য হল। অন্য দিকে কালনার নিগমানন্দ বিদ্যামন্দির হাই স্কুলে ৩ জন শিক্ষক, ১ জন গ্ৰুপ ডি ও একজন ক্লার্ক এর চাকরি গেছে তারাও সমস্যায়,
পাশাপাশি কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ের ৬ শিক্ষিকার চাকরি গেছে এই প্যানেলে। ৭ এপ্রিল থেকে স্কুলে পরীক্ষা কি ভাবে পরীক্ষা নেবে স্কুল সেই বিষয় নিয়ে দিশেহারা স্কুলের প্রধান শিক্ষিকা।