নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: বুধবার ৩,সেপ্টেম্বর :: নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে আদালত তাঁকে জামিন মঞ্জুর করেছে।
বহুল আলোচিত এই মামলায় শিক্ষা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। মামলার শুনানি চলাকালীন একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়েছিল।তবে আজ আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। তবে জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর।
আইনজীবীদের মতে, পার্থ চট্টোপাধ্যায়ের বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাঁকে এখনও মামলার তদন্তে সহযোগিতা করতে হবে।
এখন দেখার বিষয়, এই জামিন রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলে।